নির্মম সত্য হলো মৃত্যু

লিখেছেন লিখেছেন কবরের ডাক ২৬ জুন, ২০১৪, ০৪:০০:৪০ বিকাল

পৃথিবীর সবচেয়ে বাস্তব এবং নির্মম সত্য হলো মৃত্যু। একমাত্র এটারই গ্যারান্টি আছে আর অন্য কোনো কিছুর গ্যারান্টি নেই। জন্মালে মরতেই হবে এটাই সৃষ্টির নিয়ম।

কিন্তু আমরা জানার পরেও কী এ ব্যাপারে সচেতন? ফিরে যাবার পর আমাদের সকল কাজের পুঙ্খানুপুঙ্খ জবাবদিহী করতে হবে। আপনি আমি কী এ ব্যাপারে প্রস্তুত?

হাশরের মাঠে ৫টি প্রশ্নের জবাব দিতে না পারা পর্যন্ত একজনও একটা ধাপও ফেলতে পারবে না। আর যে বিষয়ে বেশি জিজ্ঞাসা করা হবে তা হলো যৌবনকাল আমরা কীভাবে কাটিয়েছি তার ওপর। আমরা কী হলফ করে বলতে পারব যে, আমরা আমাদের যৌবনকাল এমনভাবে পার করেছি বা করছি যার জন্য জবাব দিতে কোনো বেগ পেতে হবে না?

বন্ধুগণ! তাহলে আর অপেক্ষা কেন? আসুন, সুন্দরের ছায়াতলে। নিজেকে আল্লাহ তায়ালা সন্তুষ্টি লাভের উসিলা হিসেবে গড়ে তুলি।

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239126
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আল্লাহর প্রতি আমাদের ভয় বৃদ্ধি করতে হবে।
239129
২৬ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
কবরের ডাক লিখেছেন : আমাদের মাঝে র্যাবের ভয় আছে কিন্তু রবের ভয় নেই।
239275
২৭ জুন ২০১৪ রাত ০২:২০
ভিশু লিখেছেন : খুব সুন্দর আহবান!
Praying Praying Praying
২৭ জুন ২০১৪ দুপুর ০৩:৪৭
185786
কবরের ডাক লিখেছেন : আমাদের সকলকেই একদিন যেতে হবে।
240298
৩০ জুন ২০১৪ দুপুর ০৩:১৯
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : তবু আমরা কেনো এটা ভুলে যাই?
০১ জুলাই ২০১৪ দুপুর ০২:২৪
186673
কবরের ডাক লিখেছেন : ভুলে যাই কারণ শয়তান আমাদের সাথে সারাক্ষণই লেগে আছে। আমরা তার সাথে যুদ্ধ করে পেরে উঠি না কিংবা যুদ্ধ করতেই জানি না তাই।
240673
০১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩১
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : ঠিক তাই। আমরা সকলেই তার হাত থেকে নিষ্কৃতি চাই।
241009
০২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
কবরের ডাক লিখেছেন : আমাদের সকলকেই একদিন কঠিন জবাব দেবার জন্য তাঁর সামনে দাঁড়াতে হবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File